ঢাকা, ৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার

খুলনায় কৃষকদের জন্য সাশ্রয়ী বাজার ব্যবস্থা



কৃষি

এগ্রিবার্তা ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৯ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১১:০৭ পূর্বাহ্ন

agribarta

খুলনায় পাঁচটি পয়েন্টে কৃষি পণ্যের জন্য ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচি শুরু হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টায় নগরীর শিববাড়ি মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহা-পরিচালক মো. মাসুদ করিম।

প্রতিদিন নগরীর শিববাড়ি মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, খালিপুর ওয়ান্ডারল্যান্ড পার্কের সামনে এবং দৌলতপুর শহীদ মিনার চত্বরে এই কার্যক্রম চলবে।

ক্রেতারা প্রতি কেজি আলু ৩০ টাকায় তিন কেজি, এক কেজি পেঁয়াজ ৭০ টাকায়, এক ডজন ডিম ১১০ টাকায়, এক কেজি কাঁচা পেঁপে ১৫ টাকায় এবং এক কেজি পটল ৩০ টাকায় কিনতে পারবেন। এসব মূল্য বাজারের তুলনায় কম। প্রতিদিন এক হাজার ১০০ জন ক্রেতা এই পণ্যগুলো কেনার সুযোগ পাবেন।

এক ক্রেতা শরিফা বেগম মন্তব্য করেছেন, “এ উদ্যোগটি আমাদের মতো অসহায়দের জন্য খুবই উপকারে আসবে। বাজার স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটি চালু থাকলে গরীবদের উপকার হবে।”