ঢাকা, ৫ নভেম্বর ২০২৪, মঙ্গলবার

পলিথিন নিষিদ্ধ: কৃষকদের জন্য নতুন সুযোগ



কৃষি

এগ্রিবার্তা ডেস্ক

(১ সপ্তাহ আগে) ২৯ অক্টোবর ২০২৪, মঙ্গলবার, ১১:০৯ পূর্বাহ্ন

agribarta

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, পলিথিনের ব্যবহার কয়েক দিনের মধ্যে সম্পূর্ণ বন্ধ করা হবে। আজ সোমবার বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পাট গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “পলিথিনের বিকল্প হিসেবে পাট ব্যবহার করতে হবে। বাজারে পাটের ব্যাগ কম দামে বিক্রি হলে ক্রেতাদের আগ্রহ বাড়বে। পাট পরিবেশবান্ধব এবং এর ব্যবহার বৃদ্ধি করা জরুরি।”

তিনি আরও উল্লেখ করেন, “একসময় পাট থেকে আমাদের দেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় হতো, কিন্তু বর্তমানে তা অন্যান্য সেক্টরে চলে গেছে। আগে ময়মনসিংহ অঞ্চলে বেশি পাট চাষ হতো, এখন ফরিদপুর অঞ্চলে উৎপাদন বেশি হচ্ছে। কৃষকেরা পাট চাষে আগ্রহী নন কারণ অন্যান্য ফসল থেকে বেশি লাভ হয়। আমরা কৃষকদের লাভবান করতে এবং পাট উৎপাদন বাড়াতে চেষ্টা করছি।”

কৃষি উপদেষ্টা বলেন, “পাটের সম্ভাবনাকে কাজে লাগাতে আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করছি। আমরা প্রকল্প হাতে নিচ্ছি যাতে পাটের বীজ নিজেদের উৎপাদন করতে পারি এবং পাটের বিভিন্ন উপাদান রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করতে পারি। নতুন ধরনের পাট উদ্ভাবনের জন্য কাজ চলছে এবং উপকূলীয় লবণাক্ত এলাকা ও পাহাড়ি অঞ্চলে কীভাবে পাট চাষ করা যায়, সে বিষয়েও আলোচনা চলছে।”

তিনি কৃষি খাতে দুর্নীতি হলে সংবাদ প্রকাশ করার আহ্বান জানিয়ে বলেন, “কৃষি খাতের দুর্নীতি নিয়ে রিপোর্ট করুন এবং যে ভুলগুলো আছে সেগুলো ধরিয়ে দিন।” সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের অনিয়ম নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় তিনি ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান এবং বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক কৃষিবিদ ড. নার্গীস আক্তার।