ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

সরকারি কর্মকর্তাদের ইলিশ খাওয়ার ঘটনায় বিতর্ক



জাতীয়

এগ্রিবার্তা ডেস্ক

(৩ মাস আগে) ৩ নভেম্বর ২০২৪, রবিবার, ১২:১৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২২ অপরাহ্ন

agribarta

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চলমান থাকা সত্ত্বেও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কিছু কর্মকর্তার উদ্যোগে একটি ইলিশ পার্টির আয়োজন করা হয়েছে। গত সোমবার রাতে মানিকগঞ্জের দৌলতপুরের চরাঞ্চলে এই পার্টির আয়োজন করা হয়।

এতে অংশগ্রহণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (ঢাকা অঞ্চল) আহসানুল বাশার, মানিকগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোহাম্মদ মামুন ইয়াকুব, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমতিয়াজ আলম, দৌলতপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল হকসহ আরো কয়েকজন।

মানিকগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমতিয়াজ আলম সাংবাদিকদের জানান, “গত সোমবার ঢাকা থেকে অতিরিক্ত পরিচালক স্যার এসেছিলেন। মিটিং শেষে আমরা এক কৃষকের বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে ইলিশ-খিচুরি খেয়েছি। ইলিশের দাম একটু বেশি হওয়ায় আমরা ৫-৬টি ইলিশ মাছ ব্যবহার করেছি।”

এদিকে, উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদও বিষয়টি স্বীকার করে বলেন, “আমরা দৌলতপুরে মিটিং শেষে বাচামারা চরে এক কৃষকের বাড়িতে গিয়েছিলাম এবং সেখানে আমাদের আপ্যায়ন করা হয়েছিল।”
এ বিষয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা মন্তব্য করেন, “এটি নৈতিকতার ব্যাপার। সরকারি কর্মকর্তাদের আইন অমান্য করা উচিত নয়।”

সরকারি নির্দেশনা অনুযায়ী, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ রয়েছে। মা ইলিশ রক্ষার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নিষেধাজ্ঞা অমান্যকারীদের সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানা হতে পারে।