রিটেইল চেইন সুপারশপ ‘স্বপ্ন’ গ্রাহকদের সুবিধার জন্য নতুন একটি সাশ্রয়ী অফার নিয়ে এসেছে, যা গরুর মাংস ও আলু মিক্স কম্বো প্যাক নিয়ে। এই অফারটি ১ ও ২ নভেম্বর শুক্র ও শনিবার ঢাকা, কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং সাভার অঞ্চলের নির্দিষ্ট আউটলেটে পাওয়া যাবে।
‘স্বপ্ন’ কর্তৃপক্ষ জানিয়েছে, ছোট পরিবারের জন্য গরুর মাংসের সঙ্গে আলু মিশিয়ে একটি কম্বো প্যাক তৈরি করা হয়েছে, যার নাম গরুর মাংস-আলু মিক্স (স্মল)। এই প্যাকটিতে ২০০ গ্রাম গরুর মাংস এবং ১০০ গ্রাম আলু (১০ পিস গরুর মাংসের সঙ্গে ১০ পিস আলু) থাকবে এবং এর দাম রাখা হয়েছে মাত্র ১৬০ টাকা।
অন্যদিকে, বড় আকারের প্যাকটিতে গরুর মাংস-আলু মিক্স (লার্জ) থাকবে, যেখানে ৩৭৫ গ্রাম গরুর মাংস এবং ২০০ গ্রাম আলু থাকবে। এই প্যাকটির বিক্রয়মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা।
মূলত, পরিবারের এক বা দুবেলার মাংস-ভাতের আয়োজনের জন্য ক্রেতাদের সুবিধার্থে এই প্যাকেজটি নিয়ে এসেছে ‘স্বপ্ন’।