ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

লাইসেন্স ছাড়া সাগরে মাছ ধরা নিষিদ্ধ



মৎস্য

এগ্রিবার্তা ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:১৭ পূর্বাহ্ন

agribarta

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় মৎস্য অধিদপ্তর জেলেদের জন্য মাছ ধরার লাইসেন্স প্রদান করছে। বোট মালিক এবং মাঝিদের নির্ধারিত ফি ও তথ্য প্রদান করে এই লাইসেন্স সংগ্রহ করতে হবে।

লাইসেন্সটি পেতে হলে বোট মালিকের জাতীয় পরিচয়পত্র, মাঝির জাতীয় পরিচয়পত্র, বোটের পরিমাপ, ইঞ্জিনের ক্ষমতা ও মডেল নম্বর, তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ৩০০ টাকার স্ট্যাম্প নিয়ে আসতে হবে।

এই লাইসেন্সের মেয়াদ তিন বছর এবং প্রতি তিন বছর পরপর এটি নবায়ন করতে হবে। উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুস সাকিব জানান, সাগরে মাছ ধরার জন্য এই লাইসেন্স বাধ্যতামূলক। তিনি বলেন, এটি বোটের লাইসেন্সের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং লাইসেন্স ছাড়া মাছ ধরলে জরিমানা করা হবে।

আগে এই লাইসেন্স চট্টগ্রামের সামুদ্রিক মৎস্য অধিদপ্তর থেকে দেওয়া হত, কিন্তু এখন থেকে কুতুবদিয়া উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে এটি সংগ্রহ করা যাবে।