ঢাকার সাভারে অবৈধভাবে ট্যানারির বর্জ্য পুড়িয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হলমার্কের ভেতরের একটি পরিত্যক্ত স্থানে এই অভিযান চালানো হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর অভিযানে নেতৃত্ব দেন। এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, কিছু ব্যক্তি রাতের অন্ধকারে ট্যানারির বিষাক্ত বর্জ্য পুড়িয়ে মাছ ও মুরগির খাদ্য তৈরি করে আসছিলেন। তারা উচ্চমাত্রার ক্রোমিয়ামযুক্ত পরিত্যক্ত চামড়া ব্যবহার করে মুরগির খাবার তৈরি করছিলেন।
অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়, যার ফলে ট্যানারের বর্জ্য পুড়িয়ে খাদ্য তৈরীর কয়েকটি মেশিন ধ্বংস করা হয় এবং বর্জ্য আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
অভিযানের সময় কারখানার কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যায়। অভিযানের পরে, এস এম রাসেল ইসলাম নূর জানান যে, কারখানার মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি সাভার মডেল থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।