ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মশার উপদ্রব বাড়ছে!



ক্যাম্পাস

এগ্রিবার্তা ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১০:৫৭ পূর্বাহ্ন

agribarta

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সন্ধ্যা হলেই মশার উপদ্রব বাড়তে শুরু করে, যা শিক্ষার্থীদের জন্য অসহনীয় হয়ে উঠেছে। ক্যাম্পাস ও আবাসিক হলের আশেপাশে জমে থাকা আবর্জনা ও ময়লার কারণে মশার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন যে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী জুনায়েদ আহমেদ বলেন, “মশার উৎপাত বেড়ে গেছে। বিকেল হলেই হলের চারপাশে মশা ভরে যায়। কয়েল জ্বালালেও কাজ হচ্ছে না।” অপর এক শিক্ষার্থী জানান, “হলের পিছনে ডাইনিংয়ের ময়লা ফেলা হচ্ছে এবং ড্রেনে জমে থাকা পানি মশার প্রজনন বাড়াচ্ছে।”

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, আবাসিক হলগুলোর আশপাশে ময়লা জমে রয়েছে এবং উন্মুক্ত ড্রেনগুলোতে কালো পানি জমে আছে, যা মশার প্রজননের জন্য অনুকূল পরিবেশ তৈরি করছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ডা. মো. এমদাদুল হক বলেন, “এ বিষয়ে প্রিভেন্টিভ শাখা ব্যবস্থা নেবে।” বিশ্ববিদ্যালয়ের প্রিভেন্টিভ শাখার কর্মকর্তা তাপস কুমার জানান, “মশার প্রাদুর্ভাব কমাতে পরিষ্কারের কাজ শুরু করেছি এবং দ্রুত ফগিং করা হবে।”