ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

মধুমতি নদীর কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু



পরিবেশ

এগ্রিবার্তা ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:১১ পূর্বাহ্ন

agribarta

গোপালগঞ্জের মধুমতি নদীর মানিকহার ব্রিজের নিচে জমে থাকা কচুরিপানা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১৮ দিন ধরে এই কচুরিপানার কারণে গোপালগঞ্জসহ পাঁচ জেলার নৌচলাচল বন্ধ ছিল।

সোমবার (১৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কচুরিপানা অপসারণ কার্যক্রম শুরু হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দিন এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম রেফাত জামিল জানান, দ্রুত কচুরিপানা অপসারণের মাধ্যমে এ নৌরুটে নৌচলাচল স্বাভাবিক করা হবে। তিনি আরও বলেন, মানিকহার সেতুর নিচে প্রায় ৫০০ মিটার এলাকা জুড়ে কচুরিপানার স্তুপ সৃষ্টি হয়েছে, যা নৌকা, ট্রলার ও কার্গো চলাচলে বাধা সৃষ্টি করেছিল।

মঙ্গলবার থেকে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কচুরিপানা অপসারণের কাজ আরও দ্রুততার সঙ্গে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।