ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

পাহাড়তলী কাঁচাবাজারে আগুনে ৪০টি দোকান পুড়ে গেছে



জাতীয়

এগ্রিবার্তা ডেস্ক

(২ সপ্তাহ আগে) ২৩ নভেম্বর ২০২৪, শনিবার, ১০:৪৭ পূর্বাহ্ন

agribarta

চট্টগ্রাম শহরের পাহাড়তলী কাঁচাবাজারে আগুনের ঘটনায় ৪০টি দোকান পুড়ে গেছে। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে।

আগুনের খবর পেয়ে আগ্রাবাদ ও বন্দর ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় রাত ২টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়, জানান আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া।

তিনি জানান, আগুনে কাঁচাবাজারের তিনটি শেডে চাল, মুদি ও সবজির দোকান মিলিয়ে মোট ৪০টি দোকান পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও বলেন, আমরা আগুন লাগার প্রকৃত কারণ জানাতে পারিনি। তবে স্থানীয়দের মতে, মসলা গুঁড়ো করার দোকান থেকে আগুন লেগেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।