ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

সীতাকুণ্ডে ‘রোভাস্টা জাতের’ কফি চাষে বাজিমাত



উদ্যোক্তা

এগ্রিবার্তা ডেস্ক

(২ সপ্তাহ আগে) ২৫ নভেম্বর ২০২৪, সোমবার, ১২:১৪ অপরাহ্ন

agribarta

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিদেশি ‘রোভাস্টা জাতের’ কফির চাষে নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। পরীক্ষামূলকভাবে ৮টি ইউনিয়নের ৯ হেক্টর পাহাড়ি ভূমিতে কফির চাষ শুরু হয়েছে, এবং প্রতিটি গাছেই ফলন দেখা যাচ্ছে। কৃষক ও কৃষি কর্মকর্তাদের জন্য এটি একটি আনন্দের খবর।

উপজেলা কৃষি বিভাগ জানায়, সীতাকুণ্ডের কৃষিতে সাফল্য বরাবরই ঈর্ষণীয়। স্থানীয় উর্বর মাটিতে বিভিন্ন সবজি ও ফলের সফল চাষের পর এবার কফি চাষে সফলতা অর্জন করা হয়েছে। দীর্ঘ দুই বছরের প্রচেষ্টার পর কৃষকরা গাছে কফির ফলন পেয়ে খুশি।

বাড়বকুণ্ড ইউনিয়নের পিএইচপি ফ্লোট গ্লাস কারখানার পূর্বদিকে তিনটি পাহাড় পার হয়ে একটি কফি ক্ষেত দেখা যায়, যেখানে মো. শহীদ নামের এক কৃষক কফি চাষ করছেন। তিনি জানান, পাহাড়ে কফি চাষ করা কঠিন হলেও সরকারি সহযোগিতা ও পরামর্শের মাধ্যমে সফলতা অর্জন করেছেন।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, "ক্ষেতটিকে সফল করতে অনেক পরিশ্রম করতে হয়েছে।" উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, সরকারের সহযোগিতায় ৯ হেক্টর জমিতে কফির চাষ করা হয়েছে এবং ভবিষ্যতে এর পরিধি বাড়ানোর সম্ভাবনা রয়েছে।