কক্সবাজারের চকরিয়ায় রাতে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে দুই ব্যক্তি আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে উপজেলার সুরাজপুর–মানিকপুর ইউনিয়নের সুরাজপুর ব্রিজের পূর্বপাশে এ ঘটনা ঘটে। সুরাজপুর–মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক আজিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুরাজপুর গ্রামের আবদুল গণি ও মো. আদিল। জানা যায়, তারা রাতে বাড়ি ফেরার সময় বন্য হাতির কবলে পড়েন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ফাঁসিয়াখালী বন রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দিন বলেন, খবর পেয়ে মানিকপুর বন বিটের বনকর্মীরা সেখানে পৌঁছান এবং হাতিগুলোকে পাহাড়ের দিকে চলে যেতে সাহায্য করেন। তিনি আরও জানান, বর্তমানে পাকা আমন ধান কাটার মৌসুম চলছে, তাই হাতিরা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে।
এ কারণে সংরক্ষিত বনাঞ্চলের আশেপাশের বাসিন্দাদের সন্ধ্যার পর সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দেওয়া হচ্ছে।