ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

ধানের জেলাগুলোতেও চাল কিনতে হিমশিম



কৃষি

এগ্রিবার্তা ডেস্ক

(২ সপ্তাহ আগে) ২৭ নভেম্বর ২০২৪, বুধবার, ৯:৪০ পূর্বাহ্ন

agribarta

অগ্রহায়নের শুরুতে আমনের ভরা মৌসুমেও চালের বাজারে স্বস্তি নেই। দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ কষ্টে পড়েছেন। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে ছয়টি বন্যার কারণে ধান চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার এই পরিস্থিতিকে চালের দাম বৃদ্ধির একটি কারণ হিসেবে ব্যাখ্যা করলেও, খুচরা বিক্রেতা ও ভোক্তারা বলছেন, "মজুত সিন্ডিকেট"ই চালের বাজারে অস্থিরতা সৃষ্টি করছে।

রাইজিংবিডি ডটকমের প্রতিবেদকরা দেশের বিভিন্ন অঞ্চলে ঘুরে দেখেছেন, চালের দাম বৃদ্ধির কারণে সাধারণ মানুষের মুখে হাসি নেই। খাদ্য অধিদপ্তরের সরবরাহ, বণ্টন ও বিপণন বিভাগের পরিচালক মো. আব্দুস সালামের সঙ্গে কথা বলার পর জানা যায়, টিসিবির তথ্য অনুযায়ী, গত এক মাসে মাঝারি ও সরু চালের দাম প্রতি কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছে, তবে মোটা চালের দাম কিছুটা কমেছে।

ময়মনসিংহ ও রংপুর অঞ্চলে কৃষিপ্রধান এই জনপদের মানুষ চাল কিনতে হিমশিম খাচ্ছেন। কুষ্টিয়ার খাজানগরে চালের দাম কেজিতে চার টাকা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, বাজারে অস্থিরতার কোনো যৌক্তিক কারণ নেই এবং সরকারের কঠোর পদক্ষেপ প্রয়োজন।

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হচ্ছে, কিন্তু বাজারে দাম কমছে না। রংপুরে মোটা চাল কেজিতে ৪৯-৫০ টাকায় বিক্রি হচ্ছে এবং চিকন নাজিরকাটা ৭০ টাকায়। সাধারণ মানুষ জানিয়েছেন, তাদের আয় বাড়েনি, অথচ চালের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

খাদ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং চলতি ধানের মৌসুম শেষে আশা করা হচ্ছে চালের দাম কমবে। তবে বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য অব্যাহত রয়েছে।