ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

চা রপ্তানি বাড়িয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ



কৃষি

এগ্রিবার্তা ডেস্ক

(২ সপ্তাহ আগে) ২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২:৪৮ অপরাহ্ন

agribarta

বাংলাদেশে ১৬ কোটির বেশি মানুষ চা পান করে, তাই চা-কে একটি জাতীয় ফসল হিসেবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। সিলেট অঞ্চলে চায়ের উৎপাদন বৃদ্ধি করে বিদেশে রপ্তানি করা সম্ভব, যা দেশের জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করবে।

রোববার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভেটেরিনারি, অ্যানিমাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে ‘টেকসই চা উৎপাদনের জন্য খরা এবং রেড স্পাইডার মাইট সহনশীল চা ক্লোন নির্বাচন’ শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন সিকৃবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম।

তিনি বলেন, সরকারি ও বেসরকারি উদ্যোগে মডেল ভিলেজ তৈরি করে গবেষণার ক্ষেত্র বৃদ্ধি করা সম্ভব। সিলেট অঞ্চলের চা বাগানের জন্য খরা, পোকামাকড় ও রোগবালাই সহনশীল চা ক্লোন উদ্ভাবনের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে।

প্রকল্পের প্রধান গবেষক এবং সিকৃবি’র ফসল উদ্ভিদ বিজ্ঞান ও চা উৎপাদন প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মো. এ এফ এম সাইফুল ইসলাম জানান, অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত খরার কারণে চায়ের উৎপাদন হ্রাস পায়। তিনি বলেন, গবেষণায় কিছু সহনশীল ক্লোন নির্বাচন করা হয়েছে, তবে আরও গবেষণা প্রয়োজন।

কর্মশালায় কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. নাথু রাম সরকারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।