ঢাকা, ১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার

বাগেরহাটে কৃষকের ধান কেটে দিলেন বিএনপির নেতাকর্মী



কৃষি

এগ্রিবার্তা ডেস্ক

(২ সপ্তাহ আগে) ২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ২:৫০ অপরাহ্ন

agribarta

বাগেরহাটের রামপালের ভাগা এলাকায় স্বেচ্ছায় দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলেন বিএনপির নেতাকর্মীরা। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে এ ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. শামীমুর রহমান শামীম।

উদ্বোধনকালে তিনি বলেন,‘বীজ তৈরি, হালচাষ, বীজ রোপণ, সার ও কীটনাশকের ব্যবহারসহ ধানের পরিচর্যায় কৃষকের অনেক টাকা খরচ হয়ে যায়। ধান কেটে ঘরে তুলতেও দিনমজুরের খরচ দিতে হিমশিম খেতে হয়।তাই বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গরীব কৃষকদের ধান কেটে সেগুলো ঘরে পৌঁছে দিচ্ছেন। এতে হতদরিদ্র কৃষকেরা উপকৃত হচ্ছেন।’

কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, ‘রামপাল উপজেলার ১০টি ইউনিয়নের গরীব কৃষকদের মাঠের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা ৫ আগস্টের পর থেকে হিন্দু-খ্রিস্টানদের মন্দির-গীর্জাসহ সংখ্যালঘুদের নিরাপত্তা দিয়ে আসছি। সামনের দিনগুলোতেও আমরা তাদের এই নিশ্চয়তা দিতে চাই। আমরা সকল ভেদাভেদ ভুলে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে একসঙ্গে মিলেমিশে এদেশে থাকতে চাই। আর এটাই হলো বিএনপির আদর্শ।’