বাংলাদেশ সরকার ৬০ বিঘার বেশি কৃষিজমির মালিকানা বাজেয়াপ্ত করার কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে সরকারের লক্ষ্য হলো কৃষিজমির সীমা নির্ধারণ করা এবং কৃষি সংস্কার আইন বাস্তবায়ন করা। ডিসেম্বর মাস থেকে এই কার্যক্রম শুরু হবে, যেখানে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ভিত্তিতে জমির মালিকদের চিহ্নিত করা হবে।
এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য ব্যবস্থা না থাকলেও ভূমি উন্নয়ন কর প্রদানের মাধ্যমে জমির মালিকানা চিহ্নিত করার কাজ শুরু হবে। ৪০ বছর ধরে আইনে বলা থাকলেও, ৬০ বিঘার বেশি জমির মালিকানা বাস্তবায়ন হয়নি।
ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর ম-ল বলেন, “আইনে বলা আছে, কেউ ৬০ বিঘার বেশি কৃষিজমির মালিক হতে পারবে না। আমরা এটি বাস্তবায়নের জন্য কাজ করছি।”
সরকার জমি নিবন্ধন ও নামজারি পর্যায়ে জমির পরিমাণ চিহ্নিত করার জন্য স্থানীয় সরকারের সঙ্গে ডিজিটাল তথ্যের আন্তঃসংযোগের বিষয়েও আলোচনা করছে।
এছাড়া, নতুন জমি কিনতে না পারার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে এবং কৃষকদের জন্য একটি ডিজিটাল ডাটা ব্যাংক তৈরি করার পরিকল্পনা রয়েছে।