শ্রীমঙ্গলে বাজারে সিন্ডিকেট ভাঙতে এবং সঠিক মূল্যে নিত্যপণ্য সরবরাহের জন্য বিনা লাভের বাজার চালু করা হয়েছে। সাধারণ ক্রেতাদের মধ্যে এই উদ্যোগের প্রতি আগ্রহ বেড়েছে, কারণ অনেক দ্রব্যমূল্য মানুষের নাগালের বাইরে চলে গেছে। খেটে খাওয়া ও স্বল্প আয়ের মানুষ কঠিন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে এবং তারা বাজার সিন্ডিকেটকে দায়ী করছেন।
শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মো. মহসিন মিয়া মধু ও বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের উদ্যোগে দুইটি পয়েন্টে এই বিনা লাভের বাজার বসানো হয়েছে। গত ৪ নভেম্বর থেকে চাল, ডাল, তেল, পেঁয়াজ, রসুন, ডিম, আলু, ব্রয়লার মুরগি, লবণসহ বিভিন্ন নিত্যপণ্য সঠিক ওজনে বিক্রি করা হচ্ছে।
বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, সাধারণ মানুষ খাদ্য সামগ্রী কিনতে ভিড় করছেন। রিকশা চালক মজিদ মিয়া জানান, এখানে ডিম ৪৮ টাকা, চাল ৪৬ টাকা এবং ব্রয়লার মুরগি ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে এসব পণ্যের দাম অনেক বেশি হওয়ায় তারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
মহসিন মিয়া মধু বলেন, "অতি মুনাফা লোভীদের নৈরাজ্য ঠেকাতে আমরা এই উদ্যোগ নিয়েছি। বর্তমান সরকারও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কাজ করছে।"