ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার

কৃষি গুচ্ছের চূড়ান্ত ভর্তি শুরু ৯ ডিসেম্বর, করণীয় জানাল কর্তৃপক্ষ



ক্যাম্পাস

এগ্রিবার্তা ডেস্ক

(১ মাস আগে) ৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৯:১৯ পূর্বাহ্ন

agribarta

কৃষিগুচ্ছের ৯টি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির চূড়ান্ত ভর্তি আগামী ৯ ডিসেম্বর শুরু হবে এবং এটি ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে। ভর্তি কমিটি এ কার্যক্রম সম্পন্ন করার জন্য প্রার্থী ও বিশ্ববিদ্যালয়ের করণীয় বিষয়গুলো প্রকাশ করেছে।

কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি ও সিভাসু উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচিত প্রার্থীদের ৯ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

ভর্তির সময় প্রার্থীদের এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমান পরীক্ষার মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র এবং চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা দিতে হবে। এছাড়া কোটা সংক্রান্ত মূল ডকুমেন্টস প্রদর্শন করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ প্রার্থীর কোটা সংক্রান্ত ডকুমেন্টস যাচাই করে ভর্তি সম্পন্ন করবে। মুক্তিযোদ্ধা, উপজাতি, প্রতিবন্ধী, হরিজন-দলিত এবং পোষ্য কোটার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষের সনদ প্রয়োজন।

ভর্তি ফি সংক্রান্ত বিষয়ে বিশ্ববিদ্যালয়গুলো তাদের ওয়েবসাইটে নির্ধারিত ভর্তি ফি’র পরিমাণ উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করবে। নির্বাচিত প্রার্থীদের প্রথম ধাপে জমাকৃত ১০ হাজার টাকা সমন্বয় করে অবশিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন

সর্বশেষ