অবশেষে চালু হতে যাচ্ছে নতুন প্রতিষ্ঠিত কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে (কুড়িকৃবি) শিক্ষা কার্যক্রম। সোমবার(৯ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে প্রথমবারের মতো শিক্ষার্থী ভর্তি। এরপর জানুয়ারি মাসে শুরু হবে পাঠদান। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. সাদেকুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
কুড়িকৃবি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী নিতে কৃষি গুচ্ছের আওতায় ভর্তি পরীক্ষা হয় ২৫ অক্টোবর। সেখানে উত্তীর্ণদের মধ্যে যাঁরা কুড়িকৃবিতে ভর্তির সুযোগ পেয়েছেন, তাঁদের ১২ ডিসেম্বর পর্যন্ত ভর্তি নেওয়া হবে।
কুড়িকৃবিতে চালু হওয়া অ্যাগ্রিকালচার ও ফিশারিজ অনুষদে ৪০টি করে মোট ৮০টি আসন রয়েছে। তবে এ বছর প্রথম পর্যায়ে অ্যাগ্রিকালচারে ৩২ এবং ফিশারিজে ২২ শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। ফাঁকা আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে ২২ ডিসেম্বর। বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য শহরের দক্ষিণে নালিয়ার দোলা নামক স্থানে জায়গা নির্ধারণ করা হয়েছে। স্থায়ী ক্যাম্পাস না হওয়া পর্যন্ত শহরের ভোকেশনাল মোড়ে প্রশাসনিক এবং টেক্সটাইল মোড়ে একাডেমিক কার্যক্রম চলবে ভাড়া নেওয়া ভবনে।
ডেপুটি রেজিস্ট্রার আরও বলেন, শ্রেণিকক্ষ ও ল্যাব প্রস্তুত করা হয়েছে। সময়স্বল্পতায় নিয়োগপ্রক্রিয়া শেষ করতে না পারলে খণ্ডকালীন শিক্ষক দিয়ে একাডেমিক কার্যক্রম শুরু করা হতে পারে।