ঢাকা, ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার

বন্দরে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি, ৫ লাখ টাকা জরিমানা



কৃষি

এগ্রিবার্তা ডেস্ক

(১ মাস আগে) ১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১১:২১ পূর্বাহ্ন

agribarta

বন্দরে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) বন্দর উপজেলার কাজীপাড়া কুচিয়ামোড়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ইতির নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

অভিযানের সময় আমিনুল হক নামের এক সিন্ডিকেট সদস্যকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে বন্দর উপজেলার মুছাপুর ও ধামগড় ইউনিয়নের কৃষি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় বিক্রি করছে। এতে একদিকে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, অন্যদিকে চাষের উপযোগী জমিগুলো পুকুরে পরিণত হচ্ছে। জমির মালিক ও কৃষকদের অভিযোগের ভিত্তিতে অবৈধ মাটিকাটা কার্যক্রম বন্ধ করার জন্য মোবাইল আদালত পরিচালনা করা হয়।

অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তারা জানান, বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী আমিনুল হককে জরিমানা করা হয়েছে। তিনি মাটি কাটার কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এদিকে, কৃষকরা অভিযোগ করেছেন যে, সারের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে তাদের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এবং অনেক কৃষি জমি পতিত অবস্থায় রয়েছে। তারা সরকারের কাছে সারের মূল্য স্থিতিশীল রাখার দাবি জানিয়েছেন।

জেলা প্রশাসন জানিয়েছে, কৃষি জমির অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এ ধরনের কার্যক্রম না ঘটে, সে জন্য নজরদারি বাড়ানো হবে।