www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ

প্রাণীসেবায় অনন্য উদ্যোগ: নাহার ভেট কেয়ার সেন্টার


 এস এ    ১৫ মার্চ ২০২১, সোমবার, ১১:৪২   উদ্যোক্তা বিভাগ


দেশে প্রথমবারের মতো নারী ভেটেরিনারিয়ানের উদ্যোগে ঢাকার সাভারের সোবাহানবাগে সাভার সিটি সেন্টারের পিছনে ‘নাহার ভেট কেয়ার সেন্টার’ স্থাপিত হয়েছে, যা প্রাণী চিকিৎসায় এক অনন্য উদ্যোগ।

ঢাকার সাভার, ধামরাই, মানিকগঞ্জ, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ এবং এর আশেপাশের এলাকাগুলোর জন্য এটিই প্রথম বেসরকারি প্রতিষ্ঠান যেখানে ল্যাবরেটরি পরিক্ষার মাধ্যমে পোল্ট্রি, গবাদিপশু ও পোষা প্রাণীর ও পোষা পাখির রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা চালু রয়েছে।

এক নজরে নাহার ভেট কেয়ার সেন্টারের সেবাসমূহঃ

পোল্ট্রির পরীক্ষা সমূহ-

  • পোল্ট্রির পোষ্টমর্টেম
  • অরগান মনিটরিং কমার্শিয়াল লেয়ার, ব্রিডার
  • এইচ.টি.এস.আই ব্রয়লার

সেরোলজিক্যাল টেস্ট-

  • সব ধরনের টাইটার- রাণীক্ষেত ও অন্যান্য
  • সব ধরনের এলাইজা- এ.আই.ভি, রাণীক্ষেত, মাইকোপ্লাজমা, চিকেন অ্যানেমিয়া, আই.বি.ডি, আর.ই.ও, এ.আর.টি, আই.এল.টি, ই.ডি.এস, এস্ট্রো
  • মাইকোটক্সিন টেস্ট ফিড, ডি.ও.সি সিরাম টেস্ট, র‌্যাপিড টেস্ট - রাণীক্ষেত, আই.বি.ডি, র‌্যাপিড সিরাম অ্যাগ্লুটিনেশন টেস্ট, সালমোনেলা, মাইকোপ্লাজমা

মাইক্রোবিয়াল টেস্ট-

  • সেড স্যানিটেশন টেস্ট, হ্যাচারি স্যানিটেশন টেস্ট, এ্যাগ ব্রেকআউট এনালাইসিস, ফিসিস টেস্ট, ডি.ও.সি কালচার, অরগান কালচার, ফিড কালচার, এন্টিবায়োটিক সেনসিটিভিটি টেস্ট, পানি পরীক্ষা।

গবাদী প্রাণীর পরীক্ষা সমূহ-

  • রক্ত পরীক্ষা, ফিসিস টেস্ট, প্রস্রাব পরীক্ষা, ম্যাসটাইটিস টেস্ট, প্রেগনেন্সি টেস্টৎ, দুধের গুণাগুণ পরীক্ষা, মাংসের গুণাগুণ পরীক্ষা, সব ধরনের অপারেশন, এফ.এম.ডি এন্টিবডি ও এন্টিজেন টেস্ট, ব্রুসেলা এন্টিবডি ও এন্টিজেন টেস্ট, পি.পি.আর এন্টিবডি ও এন্টিজেন টেস্ট, বোভাইন টিবি এন্টিবডি ও এন্টিজেন টেস্ট।

 

পোষা প্রাণী

  • স্প্রেইং, নিউটারিং, ট্রিমিং, গ্রুমিংসহ সব ধরনের চিকিৎসা।

খাদ্য নিরাপত্তা এর পরীক্ষাসমূহ-

  • চিকেন উৎপাদিত খাদ্যদ্রব্য- (চিকেন সিংগারা, সামুচা পপকর্ন, শামি কাবাব, নাগেটস, হট এন্ড স্পাইসি, চিকেন উইং ইত্যাদি), প্রোসেস প্লান্ট এবং মেশিনারীর সোয়াব টেস্ট, ফারদার প্রোসেস প্লান্ট এবং মেশিনারীর সোয়াব টেস্ট, পানির গুণাগুণ পরীক্ষা।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ডা. মোছা. নাজমুন্নাহার খাতুনের দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানের ল্যাবরেটরি ও ব্রিডার ফার্মে কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।