www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ

ড্রাগন চাষে সফল কৃষক মস্তফা জামান


 এস এ    ৭ সেপ্টেম্বর ২০২১, মঙ্গলবার, ৬:৩৩   উদ্যোক্তা বিভাগ


২০১৮ সালে তিনি চার একর জমিতে বানিজ্যিক ভাবে ড্রাগন চাষে সফল হয়। তারই অনুপ্রেরণায় উপজেলায় বিভিন্ন ইউনিয়নে একাধিক কৃষি খামার করেছে অনেক বেকার যুবক।

ড্রাগন চাষী মো. মস্তফা জামান বলেন, শখের বসে তিনি ড্রাগন চাষ শুরু করেন। প্রথমে ভিয়েতনামের ড্রাগন (বারি-১) এবং স্থানীয় দেশি প্রজাতির ড্রাগনের চাষ করে। বর্তমানে তার বাগানে লাল, সাদা, হলুদ এবং গোলাপি এই চার রংয়ের ড্রাগন রয়েছে। এর মধ্যে লাল রংয়ের ড্রাগনের চাহিদা সবচেয়ে বেশি রয়েছে। বাগানে ছয় শতাধিক গাছ রয়েছে। এ গাছ থেকে একটানা সাত মাস ড্রাগন ফল পাওয়া যাবে। এ তবে এ বাগান থেকে কোটি টাকা আয়ের স্বপ্ন দেখছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ আর এম সাইফুল্লাহ বলেন, ড্রাগন একটি জনপ্রিয় ফল। এ উপজেলা এসএসবি প্রকল্পের আওতায় সাতটি ড্রাগন বাগান গড়ে উঠেছে। এর মধ্যে মস্তফা জামান বাগানটি উল্লেখযোগ্য। ড্রাগন বাগান সম্প্রসারণের লক্ষ্যে কৃষি বিভাগ কাজ করে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন।
  এ বিভাগের অন্যান্য