www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ

সংকটের মধ্যেও যুক্তরাষ্ট্রে কমেছে গমের দাম


 এগ্রিবার্তা ডেস্ক    ২৪ নভেম্বর ২০২১, বুধবার, ৯:৫৮   কৃষি অর্থনীতি  বিভাগ


যুক্তরাষ্ট্রে গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য কিছুটা কমেছে। যদিও বৈশ্বিক সরবরাহ সংকটের কারণে কৃষিপণ্যটির দাম নয় বছরের সর্বোচ্চের কাছাকাছি অবস্থান করছে। এদিকে প্রশাসন জরুরি সরবরাহের উদ্যোগ নেয়ায় কমেছে ভুট্টার দামও। তবে সয়াবিনের দাম এখনো ঊর্ধ্বমুখীই রয়েছে। খবর বিজনেস রেকর্ডার।


শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) গমের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি বুশেলের দাম ৮ ডলার ৫৬ সেন্টে স্থির হয়েছে। এর আগে সোমবার পণ্যটির দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে গিয়েছিল, যা ২০২১ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ।

মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) জানায়, এ বছর যুক্তরাষ্ট্রে গমের ফলন ভালো হয়েছে। তবে বিশ্বের শীর্ষ গম রফতানিকারক রাশিয়ায় ফলন ভালো হয়নি। ফলে চলতি মৌসুমে দেশটির গম রফতানি ৩৪ শতাংশ কমতে পারে। ভারি বৃষ্টিপাত অস্ট্রেলিয়ায় আবাদ পরিস্থিতিকে স্থবির করে তুলেছে। বন্যার কারণে বাধাগ্রস্ত হচ্ছে কানাডার রফতানি। এসব প্রতিবন্ধকতার মধ্যেই বিশ্বব্যাপী বাড়ছে গমের চাহিদা।

গম ও ভুট্টার দাম কমলেও সয়াবিনের ভবিষ্যৎ সরবরাহ মূল্য বেড়েছে। সিবিওটিতে প্রতি বুশেলের দাম দশমিক ২ শতাংশ বেড়ে ১২ ডলার ৭৬ সেন্টে পৌঁছেছে।
  এ বিভাগের অন্যান্য