www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ

নোবিপ্রবি কৃষিবিভাগে স্নাতকোত্তর প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত


 নোবিপ্রবি প্রতিনিধি    ১৩ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ৯:২৮   ক্যাম্পাস বিভাগ


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষিবিভাগে মাস্টার্স (এমএস) প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ২০১৩ সালে স্নাতক ( সম্মান) এর মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করেছে নোবিপ্রবির কৃষি বিভাগ। প্রতিষ্ঠা প্রায় ৮ বছর পরে স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম শুরু করেছে কৃষি বিভাগ। ২০২১-২২ শিক্ষাবর্ষে সেপ্টেম্বর – ফেব্রুয়ারি সেমিস্টারের আজ অনাড়ম্বর সংবর্ধনা দেওয়া হয়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ক্লাস শুরুর দিনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ফুলেল সংবর্ধনা দেয় কৃষি বিভাগ।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. আবদুল বাকী, কৃষি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী মোহাম্মদ মহসিন, বীর মুক্তিযোদ্বা আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. মেহেদী হাসান রুবেল, প্রফেসর ড. আতিকুর রহমান ভূঁঞা, ড. মোঃ নুরুজ্জামান, কাজী ইসরাত আনজুম, ড.পিযূস কান্তি ঝাঁ প্রমুখ।

প্রধান অতিথি প্রফেসর ড. আব্দুল বাকী বলেন, নোবিপ্রবি কৃষি বিভাগ দিন দিন আরো এগিয়ে যাবে। কৃষি বিভাগের গবেষণা সুবিধা বৃদ্ধির জন্য আমরা প্রশাসন হতে আরো চেষ্টা করবো।

কৃষি বিভাগের চেয়ারম্যান ড. গাজী মোঃ মহসিন বলেন, আমাদের শিক্ষার্থীদের আমরা পুর্বের ন্যায় গবেষণা মুখী করবো। প্রথম ব্যাচের শিক্ষার্থীদের জন্য নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবো।

এদিকে প্রথম ব্যাচের কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. আতিকুর রহমান ভূঁঞা বলেন, আমাদের কিছু সীমাবদ্ধ আছে আমরা শীঘ্রই এগুলো কাটিয়ে উঠবো। এই বিভাগকে যদি অনুষদ ভূক্ত করা হয় তাহলে শিক্ষার্থীরা আরো সুযোগ সুবিধা পাবে।
  এ বিভাগের অন্যান্য