www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ

ব্রাজিলের ভুট্টা-সয়াবিন উৎপাদন পূর্বাভাস কমিয়েছে কোনাব


 এগ্রিবার্তা ডেস্ক    ১৩ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার, ৯:৫৩   কৃষি অর্থনীতি  বিভাগ


ব্রাজিলের সয়াবিন ও ভুট্টা উৎপাদন পূর্বাভাস কমিয়েছে দেশটির খাদ্য সরবরাহ ও পরিসংখ্যান এজেন্সি কোনাব। মূলত খরায় দেশটির দক্ষিণাঞ্চলে বাণিজ্যিকভাবে উৎপাদিত খাদ্যশস্যের ফলন বিপর্যস্ত হওয়ায় পূর্বাভাস কমানো হয়েছে।

কোনাবের পূর্বাভাস অনুযায়ী, ২০২১-২২ মৌসুমে ব্রাজিলের সয়াবিন উৎপাদন ১৪ কোটি ৫০ হাজার টনে পৌঁছতে পারে। এটি গত বছরের ডিসেম্বরে দেয়া উৎপাদন পূর্বাভাসের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ বা ২৩ লাখ টন কম। প্রতিষ্ঠানটি জানায়, চলতি মৌসুমে দেশটিতে ১১ কোটি ২৯ লাখ টন ভুট্টা উৎপাদন হতে পারে, যা আগের পূর্বাভাসের তুলনায় ৪২ লাখ টন কম।

ব্রাজিলের খাদ্যশস্য রফতানিকারক অ্যাসোসিয়েশনের পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দেশটি ৪২ লাখ টন সয়াবিন রফতানি করতে সক্ষম হবে, যা গত বছরের একই মাসের তুলনায় ৮০ গুণ বেশি। ভুট্টা রফতানি প্রায় পাঁচ লাখ টন বেড়ে ২৬ লাখ টনে উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।
  এ বিভাগের অন্যান্য