www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ

হিলিতে কালবৈশাখী ঝড়ে ফসলের ব্যাপক ক্ষতির আশংকা


 এগ্রিবার্তা ডেস্ক    ৬ মে ২০২২, শুক্রবার, ১০:১৫   সমকালীন কৃষি  বিভাগ


দিনাজপুরের হিলিতে কালবৈশাখী ঝড়ে কয়েকশ বিঘা জমির পাকা ধান মাটিতে হেলে পড়েছে। ধান কাটার ঠিক আগ মুহুর্তে বাতাসে হেলে পড়ায় ফলন ও ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তেমন সমস্যা না হলেও হেলে পড়া ধান দ্রুত কেটে নেয়ার পরামর্শ কৃষি অফিসের।

গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে হিলির বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যায় এই ঝড়। ঝড়ের সঙ্গে হালকা বৃষ্টিও হয়। এতে করে বেশ কিছু জমির পাকা ধান জমিতে মাটিতে হেলে পড়ে। এতে করে চাষাবাদে উত্পাদন খরচ তোলা নিয়ে সংশয়ে পড়েছেন কৃষকরা।

হিলির ইসমাইলপুরের ক্ষতিগ্রস্ত কৃষক সামসুল ইসলাম জানান, গতকাল ঝড়ে তার জমির ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। পাকা ধান সব শুয়ে পড়ায় এগুলো কাটা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি। এতে ধান কাটার বাড়তি মজুরি গুনতে হবে বলে জানান তিনি।

হাকিমপুর উপজেলা কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা বলেন, গতকালের হঠাৎ ঝড়ে উপজেলার শতাধিক বিঘা জমির ধান মাটিতে শুয়ে পড়েছে। তবে ঝড়ের সঙ্গে বৃষ্টিপাত কম হওয়ায় ধানগুলোর ক্ষতি কম হয়েছে। যেহেতু ধান হেলে পড়েছে তাই যত দ্রুত এসব ধান কেটে নিতে হবে।
  এ বিভাগের অন্যান্য