সম্প্রতি বরগুনার আমতলী উপজেলায় আজ কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ৩ হাজার ৮০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও ধানবীজ বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলার ১০ জন কৃষকের মাঝে ৭০ শতাংশ ভর্তুকি মূল্যে হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব সামগ্রী বিতরণ করেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।