www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ

আর্জেন্টিনায় গম উৎপাদনে নিম্নমুখিতার আভাস


 এগ্রিবার্তা ডেস্ক    ৯ মে ২০২২, সোমবার, ৭:৫৮   কৃষি অর্থনীতি  বিভাগ


২০২২-২৩ বিপণন মৌসুমে আর্জেন্টিনায় গম উৎপাদন ও রফতানি কমে যেতে পারে। সম্প্রতি মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস কর্তৃক প্রকাশিত গ্লোবাল এগ্রিকালচারাল ইনফরমেশন নেটওয়ার্ক রিপোর্টে এ তথ্য উঠে এসেছে।

ইউএসডিএর প্রক্ষেপণ অনুযায়ী, শস্যটির উৎপাদন ১৫ শতাংশ কমে ১ কোটি ৮৬ লাখ টনে নামতে পারে। মূলত কম জমিতে আবাদ ও ফলনের কারণে উৎপাদন কমবে। এর ফলে প্রভাব পড়বে রফতানিতেও। পূর্বাভাস অনুযায়ী, ২০২২-২৩ বিপণন মৌসুমে আর্জেন্টিনার গম রফতানি কিছুটা কমে ১ কোটি ২৬ লাখ টনে নামতে পারে।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমানে বিশ্বজুড়ে সারের তীব্র সংকট চলছে। এছাড়া অন্যান্য উৎপাদন উপকরণের দামও আকাশচুম্বী। এ কারণে গম আবাদ ব্যাপক অনিশ্চয়তার মধ্যে রয়েছে। গম আবাদি জমির পরিমাণ ৬ শতাংশ কমে ৬২ লাখ হেক্টরে নামতে পারে। তবে কেউ কেউ মনে করছেন আবাদি জমির পরিমাণ ২৫ শতাংশ কমবে।

প্রাক্কলন অনুযায়ী, চলতি ও আগামী মৌসুমে আর্জেন্টিনায় গমের মজুদ প্রায় ২০ লাখ টনে দাঁড়াতে পারে। মজুদ পরিস্থিতি দেশটির সরকার খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছে। উদ্দেশ্য মিলিং ইন্ডাস্ট্রিতে যথাযথ গম সরবরাহ নিশ্চিত করা।
  এ বিভাগের অন্যান্য