রংপুরে ‘কৃষিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য এবং যোগাযোগ শক্তিশালীকরণ প্রকল্পের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রংপুর আঞ্চলিক কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. এমদাদ হোসেন শেখ। নগরীর লালবাগে কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে খামারবাড়ীর ভারপ্রাপ্ত পরিচালক ড. সুরজিত সাহা রায়ের সভাপতিত্বে মূল বক্তব্য উপস্থাপন করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকিউর রহমান।