www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ

ভারতের পাম অয়েল আমদানি ৩৩.২০% কমেছে


 এগ্রিবার্তা ডেস্ক    ২২ জুন ২০২২, বুধবার, ৮:৪৭   কৃষি অর্থনীতি  বিভাগ


গত মাসে ভারতের পাম অয়েল আমদানি ৩৩ দশমিক ২০ শতাংশ কমেছে। মূলত মে মাসে তিন সপ্তাহ ইন্দোনেশিয়া পণ্যটির রফতানি বন্ধ রাখায় আমদানিতে এমন নিম্নমুখিতা তৈরি হয়। সম্প্রতি সলভেন্ট এক্সট্রাক্টর্স অ্যাসোসিয়েশন (এসইএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মে মাসে ভারত ৫ লাখ ১৪ হাজার ২২ টন পাম অয়েল আমদানি করেছে। গত বছরের একই সময় দেশটি ৭ লাখ ৬৯ হাজার ৬০২ টন পাম অয়েল আমদানি করেছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে আমদানি ২ লাখ ৫৫ হাজার ৫৮০ টন কমেছে। তবে এ সময় পরিশোধন কেন্দ্রগুলো ব্যাপক হারে আরবিডি পাম অলিন আমদানি করেছে।

ভারত বিশ্বের শীর্ষ ভোজ্যতেল আমদানিকারক দেশ। মে মাসে দেশটির মোট উদ্ভিজ্জ তেল আমদানি কমে ১০ লাখ ৫ হাজার ৫৪৭ টনে নেমেছে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ১২ লাখ ১৩ হাজার ১৪২ টন। দেশটির মোট উদ্ভিজ্জ তেল আমদানিতে পাম অয়েলের হিস্যা প্রায় ৫০ শতাংশ কমেছে।

এসইএর দেয়া তথ্যমতে, বেশকিছু শর্তযোগে গত ২৩ মে পাম অয়েল রফতানির ওপর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয় ইন্দোনেশিয়া। পাশাপাশি রফতানি শুল্কও কমানো হয়। ফলে দেশটি থেকে পাম অয়েল রফতানি বাড়বে বলে প্রত্যাশা। এতে বিশ্ববাজারে পণ্যটির বাজারদর নেমে আসবে।

এসইএ বলছে, পাম অয়েল পণ্যের মধ্যে গত মাসে ভারতের অপরিশোধিত পাম অয়েল (সিপিও) আমদানি কমে ৪ লাখ ৯ হাজার টনে নেমেছে। গত বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৭ লাখ ৫৫ হাজার টন।

তবে আরবিডি পাম অলিন আমদানি ব্যাপক বেড়ে এক লাখ টনে উন্নীত হয়েছে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ২ হাজার ৭৫ টন। অন্যদিকে অপরিশোধিত পাম কারনেল অয়েল (সিপিকেও) আমদানি কমে ৪ হাজার ২৬৫ টনে নেমেছে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ১১ হাজার ৮৯৪ টন।

অন্যদিকে, গত মাসে ভারতের সয়াবিন তেল আমদানি লক্ষণীয় মাত্রায় বেড়েছে। এ সময় দেশটি ৩ লাখ ৭৩ হাজার টন সয়াবিন তেল আমদানি করে। গত বছরের একই সময় আমদানি করা হয়েছিল ২ লাখ ৬৭ হাজার টন। তবে সূর্যমুখী তেল আমদানি প্রান্তিকভাবে কমে ১ লাখ ১৮ হাজার টনে নেমেছে। গত বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ১ লাখ ৭৫ হাজার টন।

এসইএ বলছে, চলতি বছরের ১ জুন পর্যন্ত দেশটিতে ভোজ্যতেলের প্রাক্কলিত মজুদ দাঁড়িয়েছে ৪ লাখ ৮৪ হাজার টনে। এছাড়া ১৭ লাখ ৬৫ হাজার টন পাইপলাইনে আছে।

ভারত প্রধানত ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকে পাম অয়েল আমদানি করে। সয়াবিনসহ কিছু কিছু ভোজ্যতেল আসে আর্জেন্টিনা থেকে।
  এ বিভাগের অন্যান্য