www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ

নোয়াখালীর সুবর্ণচরের ৫৭৫০ কৃষক পেলেন কৃষি প্রণোদনা


 এগ্রিবার্তা ডেস্ক    ১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার, ৬:৫২   কৃষি অর্থনীতি  বিভাগ


সুবর্ণচরে রবি ২০২২-২৩ মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ ও খেসারী ফসল আবাদ ও উৎপাদন বৃদ্ধির প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা হলরুমে এ কর্মসূচির উদ্ভোধন হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইসচেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. কামাল উদ্দিনের সঞ্চলনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুন আর রশীদ। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা প্রকল্প কর্মকর্তা কাউসার আহমেদ প্রমুখ।


এ সময় ২ হাজার কৃষকের মধ্যে সরিষা, ১ হাজার ২০০ কৃষকের মধ্যে সূর্যমুখী, ৫০০ কৃষকের মধ্যে খেসারী, ৩০০ কৃষকের মধ্যে চিনাবাদাম, ৫০০ কৃষকের মধ্যে সয়াবিন, ৫০জন কৃষকের মধ্যে মসুর, ১০০ কৃষকের মধ্যে গম, ১০০ কৃষকের মধ্যে ভুট্টা ও ১ হাজার কৃষকের মধ্যে মুগডালের বীজসহ জনপ্রতি ১০কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
  এ বিভাগের অন্যান্য