www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

প্রাণিসম্পদ সেবাকে জরুরি ঘোষনা করা হোক


 এগ্রিবার্তা ডেস্কঃ    ২৫ এপ্রিল ২০২০, শনিবার, ১২:১৩   সম্পাদকীয় বিভাগ


জরুরি সেবা দেয়া সব মন্ত্রণালয়-বিভাগই ছুটিতে খোলা থাকবে। ১৮টি মন্ত্রণালয় ও বিভাগ নয়, জরুরি সেবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ এবং অধীন সংস্থাগুলোই সাধারণ ছুটির সময়ে সীমিত পরিসরে খোলা থাকবে। শুক্রবার (২৪ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এ তথ্য জানান।

এখন প্রশ্ন হলো-

  • মন্ত্রনালয় বিভাগ কাদের জন্য?
  • জরুরি সেবা কাদের জন্য?
  • করোনার বিরুদ্ধে যুদ্ধে সম্মুখ যোদ্ধা কারা?
  • কেবলি ডাক্তার, প্রশাসন, পুলিশ, বিদ্যুৎ নাকি খামারিরাও আছে? যারা পুষ্টি ও খাবার সরবরাহ করছে?
  • খোলা বা বন্ধ রাখা কি জনস্বার্থে নাকি কোন গোষ্ঠীর পকেট ভারী করার স্বার্থে?

যদি প্রানিসেবা জরুরি না হয় আমরা খামারিরা কোথায় যাবো? প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগীতা নিয়ে আমরা যারা কোন রকম বেঁচে আছি, তারা যদি জরুরি সেবার আওতায় না আসি, তবে বন্ধ করে দেন আর বলুন, আমরা কোথায় যাবো? এক্ষেত্রে আমাদের প্রস্তাবনা হয় প্রানিসম্পদ বিভাগকে জরুরি ঘোষনা করুন নয় খামারগুলো বন্ধ করে দিন! রাষ্ট্র যদি খামারিদের বাঁচিয়ে রাখতে সেবা দেয়াকে জরুরি মনে না করে তবে আমাদের বেঁচে থাকার অবলম্বন কোথায়?

এই অফিস আদেশে এটাই সুস্পষ্টভাবে প্রমাণিত যে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনেক প্রজেক্ট স্বল্প প্রয়োজনীয় বা কম গুরুত্বপূর্ণ। অথচ এ খাতে জাতীয়ভাবে জিডিপি তে অবদান কোন অংশেই কম নয়। দেশের ৭৬%ভাগ আমিষের চাহিদা পূরন হয় এ সেক্টর থেকেই। মানুষের জীবন জীবিকা রক্ষার জন্যও দিয়ে আসছে বিনা সুবিধায় জরুরি সেবা। মেধাবী জাতি গঠনে অত্যাবশ্যকীয় ভূমিকা পালন করে আসছে প্রাণিসম্পদ অদিদপ্তর। আর বেশী নাইবা বললাম। অথচ এই সেক্টরের উন্নয়ন প্রকল্প গুলো সবচেয়ে কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে। আমরা কি তাহলে দেশের উন্নয়নে ভূমিকা রাখছিনা? কৃষি মন্ত্রণালয়ই কি একমাত্র খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা এনে দিয়েছে? খাদ্য বলতে তাহলে শুধুমাত্র ভাতকেই গুরুত্ব দিচ্ছি। করোনা মোকাবেলায় তাহলে আমাদের কোন প্রয়োজন নাই?

কেন এত উৎপাদন বাড়ানোর তাগিদপত্র প্রয়োজন হলো?
খামারিরা সেবাই যখন পাবোনা তখন প্রণোদনা দিয়ে কি হবে! যেখানে আমাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়না সাধারণ কৃষক বা খামারী সেখানে সেবাও যদি না পাই তবে প্রণোদনা দিয়ে কি হবে? তাহলে আমরা এ পেশাকে কতটুকু গুরুত্বপূর্ণ ভেবে জীবন বাজি রেখে কাজে আগ্রহ পাবো? আমাদের অর্জন কে সমুন্নত রেখে রাষ্ট্রীয়ভাবে সম্মানের জায়গা প্রতিষ্ঠিত করতে হবে। আর সেজন্য অবশ্যই প্রাণিসম্পদের সেবাকে জরুরি ঘোষনা করতে হবে।

লেখকঃ
হাসিব হাসান
বিবিএ, এমবিএ, সিসি (ইন্সটিটিউট অব চার্টার্ড একাউন্টস অব বাংলাদেশ)
যুগ্ম-সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিভাগীয় ডেইরি এসোসিয়েশন,
সাংগঠনিক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া ডেইরি ফার্মার্স এসোসিয়েশন।
স্বত্তাধিকারিঃ সিটি এগ্রো লিমিটেড




  এ বিভাগের অন্যান্য