www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

হ য ব র ল - যাপিত জীবন


 ডাঃ মোঃ রোমেল ইসলাম    ৮ জুন ২০২০, সোমবার, ১০:৫৫   সম্পাদকীয় বিভাগ


একটি সুন্দর স্নিগ্ধ সকাল দেখার অপেক্ষায় চাতক পাখির মতো বেশ কিছুদিন ধরেই আমরা উন্মুখ হয়ে আছি। অনাকাঙ্ক্ষিত ভাবে আমাদের জীবন উলট পালট করে দেয়া এই অজানা অদৃশ্য এক অতি প্রাকৃত এককোষী শত্রু ; যা প্রতিনিয়ত বিষিয়ে তুলেছে আমাদের স্বাভাবিক জীবন ব্যবস্থা । আজ ঘরে ঘরে বয়োজ্যেষ্ঠ মা বাবারা উঠানে বেরোতে ভয় পান, দৌড়ে এসে একটু থেমে ফুটবলে লাথি মারতে শেখা আমার ছোট্টো ছেলেটা, কত বিকেল যে তার গত হল মাঠ না দেখে । আগে যেখানে শুক্রবার আসতো সপ্তাহ ঘুরে, আর এখন দুদিন পর পর শুক্রবার মনে হওয়ায় বাসার পিচ্চি বোনটাও যেন আর হতমত খেতে চায় না। অনেক দিন কাশবনে হাটতে না পেয়ে অর্ধাঙ্গিনীর মেজাজটা যেন আরও বেশী খিটমিট হয়ে গেছে। আমার ও তো অনেকদিন হয়ে গেলো ঐ নদীর তীরে একলা বসা হয় না। এ যেন এক অসীম প্রতিক্ষা , জানালার ফাঁকে দাড়িয়ে বৃষ্টির ফোঁটা ছোঁয়ার অপেক্ষা। করোনার থাবায় ঘরে বাইরে সর্বত্র অস্থিরতা , নিত্য ছুটে চলা জীবন যেন এক চিড়িয়াখানা।

জীবন জীবিকার ভারসাম্য রক্ষা করতেই আবারও লক ডাউনের পরিস্থিতিতে আমাদের দেশ। ৩১ মে সাধারণ ছুটি বাতিল করা সঠিক সিদ্ধান্ত ছিল কি না কিংবা করোনা আক্রান্তের পিক লেভেল জুনে না জুলাই মাসে বিশেষজ্ঞরা তা নিয়ে এখনও চিন্তিত। ৩১ মে হতে পরবর্তী সাত দিনে টেস্টের সংখ্যা বেড়েছে, আক্রান্তের হার বাড়ছে, মৃত্যুর সংখ্যাও বাড়ছে। প্রায় প্রতিদিনই পুরোনো রেকর্ড ভেঙে নতুন সংবাদ আসছে। WHO এর গাইডলাইনে টেস্ট, আক্রান্তের হার ও মৃত্যু সংখ্যা এই তিনটি সূচক বিবেচনা করেই একটি অঞ্চলে লক ডাউন দেয়া অথবা উঠিয়ে নেয়া হয়। শতকরা আক্রান্তের হারের দিক হতে আমাদের দেশ অন্যান্য দেশের তুলনায় প্রায় প্রতিদিনই উর্ধমুখী। এখন প্রশ্ন হচ্ছে, এলাকাভিত্তিক লক ডাউন কতটা কার্যকরী হবে? না কি আবার সাধারণ ছুটির মত হযবরল অবস্থা হবে? অনেক দেশেই রেড জোন, ইয়োলো জোন, গ্রীন জোন পদক্ষেপ গ্রহণ করে সফল হয়েছে, তবে আমরাও কি জোন থেরাপির সাথে লক ডাউন মেনে করোনাকে প্রতিহত করতে পারব! পারলে কতটুকু করতে বা মানতে পারব! লক ডাউন দেয়া, কঠোর করা অথবা শিথিল করা তা কি ব্যবসায়িক মহলের স্বার্থে, কিংবা অর্থনীতির কথা বিবেচনা করে নাকি জীবনের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ - কোনটা?

আমরা করোনা আক্রান্তের তিন মাস অতিবাহিত করেছি। সরকারি হিসাবে ইতোমধ্যেই আক্রান্ত সত্তর হাজার ছুঁই ছুঁই করছে, মৃত্যু বরণ হাজারে হাতছানি দিচ্ছে। আমরা সাবধান আর হব কবে! যথাযথ পদক্ষেপ নেয়া হবে কবে? সরকার এখনও লক ডাউনকে মর্গে নিয়ে ব্যবচ্ছেদ করায় ব্যস্ত। পরীক্ষামূলক লক ডাউন মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা হবে কবে ? লক ডাউন পালনের মানসিক প্রস্তুতি সাধারণ মানুষেরা কিভাবে গ্রহণ করবে? লক ডাউনের সময় রেড জোন এলাকায় অফিস যাতায়াত, বাজার ব্যবস্থাপনাসহ করোনায় আক্রান্ত মানুষের চিকিৎসাব্যবস্থাসহ এরকম অনেক আন্তঃসম্পর্কীয় বিষয়ের ব্যাখ্যা আমাদের মেলাতে হবে। এক্ষেত্রে সরকারকে সমন্বয়হীনতা দূর করে সামনের দিনগুলোতে দূরদর্শিতার পরিচয় দিতে হবে। সরকারের পক্ষ হতে কঠোর অথবা পরীক্ষামূলক যে ধরনের লক ডাউনই দেয়া হোক না কেন জনগণকে সম্পৃক্ত করা ছাড়া বাস্তবায়ন সম্ভব হবে না। শুধুমাত্র প্রশাসনিক নির্দেশ দিয়ে জনগণকে নিয়ন্ত্রণ করা যাবে না, প্রয়োজন সব সেক্টরের সমন্বয় ও জনসাধারণের সহযোগিতা। আমাদের মত এত ঘনবসতিপূর্ণ একটি দেশে সরকারের একার পক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে অন্যান্য কর্মকাণ্ড পরিচালনা করা সত্যিকার অর্থেই দুরূহ। তাই সাধারন জনগনকে বাস্তবতা বুঝতে হবে ; আমাদের সামাজিক চরিত্র বদলাতে হবে। লক ডাউনের সময় আমাদের সকলের স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় চলাচল করতে হবে ।

বিশ্বে স্বাস্থ্যখাত কতটা অসহায় এ পর্যন্ত চার লাখ মানুষের প্রাণহানি সেটা প্রমাণ করেছে । আমাদের জীবনযাপনে কিছুটা বিত্তশালীরা প্রাইভেট হাসপাতালে যান, আর একটু বেশী বিত্তশালীরা ইন্ডিয়া, সিঙ্গাপুর আর এরচেও বেশী বিত্তশালীরা চার্টার্ড প্লেনে করে সুস্থতার আশায় অন্য কোথাও চলে যান। করোনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমাদের স্বাস্থ্য সেবা কতটা ভঙ্গুর , কতটা অসহায় স্বাস্থ্যসেবা বঞ্চিত সাধারণ মানুষ।

আশা রাখছি ইতোমধ্যেই সরকার লক ডাউনের অনেক রুপরেখা, কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। এখন শুধু প্রয়োজন সমন্বয় করার, দরকার নাগরিক সমাজকে সম্পৃক্ত করা। এখন শুধু প্রয়োজন দূর্নীতি বন্ধ করে স্বাস্থ্যখাতে বড় বিনিয়োগ করা, প্রয়োজন অনুযায়ী কেপাসিটি বৃদ্ধি করা, সামনের দিনগুলো মোকাবেলা করার জন্য দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। শুধুমাত্র একজন সচিবকে বদলি করে রাতারাতি এই খাতের পরিবর্তন সম্ভব না।

লেখকঃ
ডাঃ মোঃ রোমেল ইসলাম
ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
Email- romeldvm@gmail.com




  এ বিভাগের অন্যান্য