ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার

এবার রোজায় স্বল্প আয়ের মানুষের জন্য বিক্রি হবে না গরু-খাসির মাংস



জাতীয়

এগ্রিবার্তা ডেস্ক

(৪ সপ্তাহ আগে) ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ১০:৩৯ পূর্বাহ্ন

agribarta

আসন্ন রমজানে স্বল্প আয়ের মানুষের জন্য গরু ও খাসির মাংস বিক্রির কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। রোববার (১২ জানুয়ারি) সংশ্লিষ্টদের সাথে বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবার রোজার মাসে ভ্রাম্যমাণ গাড়িতে কেবল মুরগি, ডিম এবং তরল দুধ বিক্রি করা হবে।

গত কয়েক বছর ধরে রোজার মাসে কম দামে মাংস, দুধ, ডিম বিক্রি করায় ভোক্তাদের মধ্যে ব্যাপক সাড়া পড়ে। তবে এবার গরু ও খাসির মাংস বিক্রি না করায় হতাশা প্রকাশ করেছেন ভোক্তা এবং খামারীরা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়, প্রতি লিটার দুধ ৮০ টাকায়, ড্রেসড ব্রয়লার মুরগি ২৫০ টাকায় এবং মুরগির ডিম ৯.৫ টাকায় বিক্রি করা হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সুফিয়ান জানান, মন্ত্রণালয়ের সক্ষমতা এবং স্টেকহোল্ডারদের সহযোগিতায় তিনটি পণ্য নিয়ে কার্যক্রম শুরু হবে। গত বছর রমজানে মাংস ও মাছ বিক্রি করেছিলো সরকার, তবে এবার মাছ বিক্রি নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এক ভোক্তা জানান, "বাজারের বর্তমান পরিস্থিতিতে এই উদ্যোগ গরীব মানুষের জন্য অনেক সহায়ক ছিলো। কিন্তু গরু ও খাসির মাংস বিক্রি বন্ধ করায় আমরা হতাশ।" ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি ইমরান হোসেন বলেন, "মূল পণ্যগুলো কমে যাওয়ায় এই আয়োজনের গুরুত্ব কমে যাবে। দুধ ও মুরগি খোলা ভ্যানে বিক্রি করতে হবে না।"