
শাইখ সিরাজ, একজন জাতীয়ভাবে পুরস্কৃত ব্যক্তিত্ব, যাঁর বহুবিধ পরিচয় আছে।
বাংলাদেশের অর্থনৈতিক বিবর্তনের একটি বিশেষ মুহূর্তে তাঁর আবির্ভাব। দেশজ আয়ে কৃষি খাতের অবদান যখন কমে আসছে, এমন একটি সময়ে এই খাতের অপার সম্ভাবনাকে তিনি জাতির সামনে নবরূপে উন্মোচন করেছেন। কৃষির বহুমুখীকরণ, অপ্রচলিত পণ্যকে জনপ্রিয়করণ, কৃষির যান্ত্রিকীকরণ ও উৎপাদনশীলতা বৃদ্ধি, বৈশ্বিক অভিজ্ঞতাকে দেশে আত্তীকরণ, নগরজীবনের সঙ্গে প্রকৃতির সহযোগ সাধনসহ আরও বহু বিষয়ে জ্ঞানের সম্প্রসারণ ও সামাজিক সচেতনতার জন্য তিনি পথিকৃৎ হিসেবে বিবেচিত হবেন।
এসব কাজের মাধ্যমেই তিনি কৃষি খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি করেছেন। বিশেষ করে তিনি তরুণ সমাজকে আধুনিক কৃষিকাজে যুক্ত হতে উদ্বুদ্ধ করেছেন এবং তাঁদের উপযুক্ত সামাজিক সম্মান পাওয়ার দাবিকে সোচ্চার করেছেন। একই সঙ্গে তিনি গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখা ও জনপ্রিয় করার ক্ষেত্রে গণমাধ্যমকে ফলপ্রসূভাবে ব্যবহার করেছেন।
শাইখ সিরাজ জাতীয় নীতিনির্ধারণ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত আছেন। কৃষক সমাজের প্রত্যাশা ও প্রাপ্যগুলোকে নজরে আনতে তিনি অব্যাহতভাবে বাজেটের আগে ও পরে উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে গণসংলাপ করেছেন। এসব আলোচনার প্রামাণ্য দলিলগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করেছেন।
বাংলাদেশের উন্নয়ন সাংবাদিকতায় উজ্জ্বল নক্ষত্র হিসেবে, গণমাধ্যমের বিকাশে সফল অগ্রণী হিসেবে এবং কৃষিনীতির প্রভাবক হিসেবে তিনি জাতীয় পর্যায়ে ভূমিকা রেখে চলেছেন।
গত ৭ই সেপ্টেম্বর ছিল শাইখ সিরাজের ৭০তম জন্মদিন। তাঁর কর্মময় দীর্ঘায়ু জীবন কামনা করছে এগ্রিবার্তা ডট কম।