ঢাকা, ২১ মার্চ ২০২৫, শুক্রবার

কৃষিতে পুরস্কারপ্রাপ্ত পারভেজের বাগানে হামলা, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি



উদ্যোক্তা

এগ্রিবার্তা ডেস্ক

(১ মাস আগে) ৫ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৯:০৭ পূর্বাহ্ন

agribarta

ঠাকুরগাঁও পৌর শহরের রোড এলাকার সফল ফলচাষি মইনুল ইসলাম পারভেজ ছয় বছরেরও বেশি সময় ধরে ফল চাষে নিবেদিত। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং এলাকার বুড়ি ব্যারেজ সংলগ্ন দুই একর জমি লিজ নিয়ে পেয়ারা, কুল ও পেঁপে চাষ শুরু করেন। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফলে তিনি সফল হন এবং জাতীয় পর্যায়ে এটিএন নিউজ থেকে সেরা ফলচাষীর স্বীকৃতি পান।

তবে, এই সফলতার মাঝেই তিনি এক ভয়ংকর ঘটনার সম্মুখীন হন। ২০২৩ থেকে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির ভিত্তিতে চাষাবাদের অনুমতি থাকলেও, গত ৩০ জানুয়ারি রাতের আঁধারে জমির মালিক আখতারুজ্জামানের নেতৃত্বে তার লিজকৃত বাগানের সব গাছ কেটে ফেলা হয়। এই ঘটনায় পারভেজ ৬২ লাখ ৮০ হাজার টাকার ক্ষয়ক্ষতি উল্লেখ করে আদালতে মামলা দায়ের করেছেন।

মইনুল ইসলাম পারভেজ বলেন, “আমি নিয়ম অনুযায়ী লিজ নবায়ন করেছি এবং ২০২৪ সালের ১ জানুয়ারি নতুন চুক্তির আওতায় বাগানের পরিচর্যা শুরু করি। ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি লিজ বাবদ ৯৪ হাজার টাকা পরিশোধ করি এবং চুক্তি অনুযায়ী ২০২৫ ও ২০২৬ সালেও একই পরিমাণ অর্থ পরিশোধ করার কথা ছিল। কিন্তু হঠাৎ করেই কোনো কারণ ছাড়াই আমার বাগান সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়েছে। এভাবে সর্বস্বান্ত হয়ে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জমির মালিক আখতারুজ্জামান কোনো মন্তব্য করতে রাজি হননি। বর্তমানে এ ঘটনায় আইনি লড়াই চলছে, এবং ভুক্তভোগী উদ্যোক্তা ন্যায়বিচারের আশায় রয়েছেন।