ঢাকা, ৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার

‘রেস্ট রুমে’ রীতিমতো সংসার, বিসিএস কর্মকর্তার বাসস্থানে বিতর্ক



কৃষি

এগ্রিবার্তা ডেস্ক

(৫ মাস আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১০:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:০৮ অপরাহ্ন

agribarta

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা কৃষি অফিসের তিনতলার একটি ফ্ল্যাটে পরিবারসহ প্রায় দেড় বছর ধরে বসবাস করছেন উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলাম। যদিও ভবনটি অফিসিয়াল কার্যক্রম পরিচালনার জন্য নির্মিত, সেখানে নিয়মনীতি উপেক্ষা করে তিনি পরিবার নিয়ে থাকছেন বলে জানা গেছে। এ নিয়ে স্থানীয় প্রশাসন এবং অন্যান্য কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, তিনতলা ভবনের ওই ফ্ল্যাটে বসবাস করছেন ফাতেমা ইসলাম, তার চিকিৎসক স্বামী, দুই সন্তান ও শাশুড়ি। রুমে রয়েছে এসিসহ অন্যান্য আরামদায়ক বাসাবাড়ির সব সুবিধা। এতে কোনো বিদ্যুৎ বিল, পানি বিল বা ভাড়াও দিতে হচ্ছে না তাকে, যদিও মাসিক ভাতা হিসেবে বাসা ভাড়াসহ সব সুযোগ-সুবিধা পাচ্ছেন তিনি।

একজন অফিস সহকারী জানান, “উপরে ম্যাডাম থাকেন, দেখা করতে হলে নিচে অপেক্ষা করতে হবে।” আরেক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “একজন বিসিএস কর্মকর্তার কাছ থেকে এমন অনৈতিক ব্যবহার জাতি আশা করে না।”

জানা গেছে, ফাতেমা ইসলাম ২০১৫ সালে এ উপজেলায় যোগদান করেন। শুরুতে তিনি সরকারি কোয়ার্টারে বসবাস করলেও নতুন ভবন নির্মাণের পর থেকেই কৃষি অফিস ভবনেই থাকছেন।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা ফাতেমা ইসলাম বলেন, “ডিডি ও এডি স্যারের মৌখিক অনুমতি নিয়েই আমি এখানে আছি। মহিলাদের জন্য বাসা ভাড়া পাওয়া কঠিন। এটি মূলত অফিসারের রেস্ট রুম।”

তবে শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল বলেন, “আমি বিষয়টি জানি না, অনুমতিও দেইনি। আগের কেউ অনুমতি দিয়ে থাকলে সেটা আলাদা বিষয়। আমি খোঁজ নিয়ে জানাবো।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল বলেন, “ভবনটি কৃষি মন্ত্রণালয়ের প্রকল্পে তৈরি। এ বিষয়ে জেলা কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে।”

কৃষি থেকে আরও পড়ুন

সর্বশেষ