
শ্রমিকরাই এই দেশের মূল চালিকাশক্তি। আপনাদের অবদানেই দেশ এগিয়ে যাচ্ছে, আপনারাই বৈদেশিক মুদ্রা উপার্জনের অন্যতম মাধ্যম বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
শনিবার বিকেলে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড সংলগ্ন বালুর মাঠে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’-এর অংশ হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। শ্রম আইনে শ্রমিকদের যেসব অধিকার স্বীকৃত, সেগুলো বাস্তবায়নে সরকার নিরলস প্রচেষ্টা চালাচ্ছে।
শহীদ পরিবার প্রসঙ্গে তিনি বলেন, সরকার পরিবর্তনের ফলে শহীদ পরিবারগুলো কিছুটা আশার আলো দেখতে পেলেও তাদের হৃদয়ের কান্না থামেনি। তাদের দুঃখ-দুর্দশা লাঘব করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ এবং ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। সমাবেশে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান।