ঢাকা, ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার

বড়শিতে ধরা পড়ল ১১ কেজির পাঙাশ মাছ, ৯ হাজারে বিক্রি



মৎস্য

এগ্রিবার্তা ডেস্ক

(২ মাস আগে) ২৭ জুলাই ২০২৫, রবিবার, ৮:০১ অপরাহ্ন

agribarta

বরগুনার তালতলীর পায়রা নদীতে বড়শিতে ১১ কেজি ওজনের একটি পাঙাশ মাছ ধরা পড়েছে। রোববার সকালে নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া এলাকার জেলে মো. শাহ আলম মিয়ার ফেলা বড়শিতে মাছটি ধরা পড়ে। মাছটি ৯ হাজার টাকায় বিক্রি করেছেন তিনি।

শাহ আলম মিয়া বলেন, পায়রা নদীতে নিয়মিত বড়শি দিয়ে মাছ ধরেন তিনি। কিন্তু সচরাচর এত বড় মাছ ধরা পড়ে না।

 

আজ সকালে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়াসংলগ্ন পায়রা নদীতে মাছ শিকারের জন্য নদীতে বড়শি ফেলেন জেলে শাহ আলম। পরে বড়শি তুলতে গিয়ে দেখেন একটি বড় পাঙাশ মাছ ধরা পড়েছে। পরে ১১ কেজি ওজনের মাছটি তালতলী বাজারে নিয়ে মৎস্য ব্যবসায়ী মো. আল-আমিনের কাছে ৯ হাজার টাকায় বিক্রি করেন তিনি।

তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, সরকার বিভিন্ন সময় সাগর ও নদ-নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একই সঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকায় নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবেই এত বড় পাঙাশ মাছ ধরা পড়েছে।

 

মৎস্য থেকে আরও পড়ুন

সর্বশেষ