ঢাকা, ১২ জানুয়ারি ২০২৬, সোমবার

লামায় কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা



জাতীয়

এগ্রিবার্তা ডেস্ক

(৫ মাস আগে) ৩১ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ৯:৩০ অপরাহ্ন

agribarta

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজায় পাহাড় কাটার মাধ্যমে পরিবেশ ধ্বংসের অভিযোগে কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা ধার্য করে বলে নিশ্চিত করেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।
পরিবেশ অধিদপ্তর জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৭ ধারা অনুযায়ী, কোয়ান্টাম ফাউন্ডেশনকে ৫৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একইসঙ্গে পার্শ্ববর্তী এলাকায় পাহাড় কাটার সঙ্গে জড়িত মো. কবির গংয়ের বিরুদ্ধে নিয়মিত মামলার নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম বলেন, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তর নিয়মিত মনিটরিং ও অভিযানে রয়েছে। আইন অমান্যকারী যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।
 

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

agribarta
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
বিলুপ্ত প্রাণী সংরক্ষণ অত্যন্ত জরুরি