ঢাকা, ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার

পিরোজপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে জাল ধ্বংস



জাতীয়

এগ্রিবার্তা ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১২ অক্টোবর ২০২৫, রবিবার, ২:৫৯ অপরাহ্ন

agribarta

জেলার ইন্দুরকানী উপজেলার কচাঁ নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

অভিযানে এক হাজার মিটার ইলিশ ধরার জাল ও একটি বেহুন্দি জাল জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। শনিবার পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান।

জব্দকৃত জাল উপজেলা প্রশাসন মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান বিন মোহাম্মদ আলীর উপস্থিতিতে এবং মেরিন ফিসারিজ অফিসার মো. আইনুল নিশাত ও নৌ পুলিশের তত্ত্বাবধানে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, মা ইলিশ রক্ষায় চলমান ২২ দিনের অবরোধ সফল করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সরকারি এ নিষেধাজ্ঞা যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। (বাসস)

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ