ঢাকা, ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার

কৃষিতে প্রাকৃতিক সার কেন ব্যবহার করবেন?



কৃষি

এগ্রিবার্তা ডেস্ক

(৪ দিন আগে) ১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৮:২২ অপরাহ্ন

agribarta

প্রাকৃতিক সার কৃষিক্ষেত্রে একটি অমূল্য সম্পদ। এটি মাটির উর্বরতা বৃদ্ধি করে, ফসলের গুণগত মান উন্নত করে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে। রাসায়নিক সার দ্রুত ফলন বাড়ালেও দীর্ঘমেয়াদে মাটির গঠন নষ্ট করে ফেলে। বিপরীতে, গোবর, জৈব বর্জ্য, পচা পাতা, কম্পোস্ট বা সবুজ সার মাটিতে প্রয়োজনীয় পুষ্টি উপাদান যেমন নাইট্রোজেন, ফসফরাস ও পটাশ সরবরাহ করে প্রাকৃতিকভাবে মাটিকে শক্তিশালী করে তোলে।

প্রাকৃতিক সার ব্যবহারে মাটির জীবাণু সক্রিয় থাকে, যা উদ্ভিদের শিকড়কে সুস্থ রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়া, এটি পানির ধারণক্ষমতা বাড়ায়, ফলে সেচের প্রয়োজন কমে যায়। পরিবেশবান্ধব এই সার ব্যবহারে মাটিতে রাসায়নিক দূষণ হয় না এবং জীববৈচিত্র্য সংরক্ষিত থাকে।

বর্তমানে টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য প্রাকৃতিক সারের ব্যবহার দিন দিন বাড়ছে। এটি কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে দেয় এবং পরবর্তী প্রজন্মের জন্য উর্বর মাটি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কৃষিতে প্রাকৃতিক সার ব্যবহার শুধু প্রয়োজন নয়, এটি একটি টেকসই ভবিষ্যতের প্রতিশ্রুতি।