ঢাকা, ২৭ অক্টোবর ২০২৫, সোমবার

নিজস্ব পরিবেশ বিবেচনায় গবেষণায় মনোনিবেশ করতে হবে: জাবি উপাচার্য



পরিবেশ

এগ্রিবার্তা ডেস্ক

(৫ দিন আগে) ২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৭:৫৬ অপরাহ্ন

agribarta

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, আবহাওয়া পরিবর্তনে উন্নত বিশ্বের দেশগুলোর চেয়ে আমাদের মত দেশগুলোর ভূমিকা খুব কম হলেও দায়িত্ব অনেক বেশি। আমাদের নিজস্ব পরিবেশ-প্রতিবেশ বিবেচনায় নিয়ে গবেষণায় মনোনিবেশ করতে হবে। তিনি আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত গবেষণায় মানুষের পাশাপাশি অন্যান্য প্রাণীদেরও গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

সোমবার (২০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের আয়োজনে জলবায়ু পরিবর্তন এবং জলবায়ু অর্থায়ন বোঝা: জাতীয় এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণ নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপাচার্য বলেন, গবেষণার লক্ষ্য হওয়া উচিত ব্যাপক জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করা। প্রত্যেক গবেষণায় দর্শন বা নীতি-নৈতিকতা থাকে। তবে অনুন্নত বা অনগ্রসর রাষ্ট্রগুলো নীতি-নৈতিকতা প্রয়োগের দিক থেকে উপেক্ষিত থাকে।


তিনি বলেন, গবেষকদের পরিবেশ নীতি দর্শনকে বিবেচনায় নিয়ে কাজ করতে হবে। চলমান ঘটনা প্রবাহের সঙ্গে খাপ খাওয়ানো, অভিযোজন প্রক্রিয়া ইত্যাদির সঙ্গে মিশে যাওয়ার অভ্যাস ও অভিজ্ঞতা অর্জন করতে হবে।

পরিবেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ