ঢাকা, ২৭ অক্টোবর ২০২৫, সোমবার

শিগগিরই জাতীয় চিড়িয়াখানায় নতুন প্রাণী আসবে : প্রাণিসম্পদ উপদেষ্টা



প্রাণীসম্পদ

এগ্রিবার্তা ডেস্ক

(১ দিন আগে) ২৫ অক্টোবর ২০২৫, শনিবার, ৮:০৫ অপরাহ্ন

agribarta

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘শিগগিরই জাতীয় চিড়িয়াখানায় নতুন প্রাণী আসবে। অনেকগুলো প্রাণীর স্বাভাবিক আয়ু ফুরিয়ে যাওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে চিড়িয়াখানা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

ফরিদা আখতার বলেন, ‘বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জাতির একটি অমূল্য সম্পদ, যেখানে দেশের সভ্যতা, সংস্কৃতি ও আচরণের প্রতিফলন ঘটে।

 

আমরা এমন একটি চিড়িয়াখানা গড়ে তুলতে চাই, যা সবার জন্য হবে সুন্দর, শিক্ষণীয় ও বিনোদনমূলক।’


উপদেষ্টা বলেছেন, ‘অনেক সময় দর্শনার্থীরা অতিরিক্ত আনন্দে প্রাণীদের উত্ত্যক্ত করে থাকেন।’ কোনো প্রাণীকে যেন উত্ত্যক্ত করা না হয়, সে বিষয়ে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা এবং একই সাথে দর্শনার্থীদের আরো সচেতন ও আন্তরিক হওয়ার আহ্বান জানান উপদেষ্টা।

তিনি বলেন, ‘চিড়িয়াখানায় জনবলের ঘাটতি রয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করা হবে।’ চিড়িয়াখানার সার্বিক পরিবেশ উন্নয়নে আরো কিছু পরিকল্পনা রয়েছে বলেও জানান উপদেষ্টা। চিড়িয়াখানা পরিদর্শনের পাশাপাশি প্রাণী সম্পর্কে জ্ঞান অর্জন করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

প্রাণীসম্পদ থেকে আরও পড়ুন

agribarta
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
মাছ রক্ষার জন্য মা মাছ ধরা বন্ধ করতে হবে
agribarta
প্রাণিসম্পদ উপদেষ্টা
মহিষ দেশের সম্পদ

সর্বশেষ