বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নতুন নির্বাহী চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) হিসেবে যোগ দিয়েছেন কাউন্সিলের শস্য বিভাগের সদস্য পরিচালক ড. মো. আবদুছ ছালাম। বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়। তিনি অবসরপ্রাপ্ত নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিমের স্থলাভিষিক্ত হয়েছেন।
ড. মো. আবদুছ ছালাম ১৯৬৮ সালের ৩০ ডিসেম্বর কুমিল্লার চান্দিনা উপজেলার আওরাল গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি কৃষি গবেষণা, প্রযুক্তি উন্নয়ন, পরিকল্পনা ও প্রশাসনিক কাজে যুক্ত আছেন।
তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ১৯৯০ সালে বিএসসি এজি (অনার্স) এবং ২০০১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে উদ্যানতত্ত্বে (হর্টিকালচার) এমএস সম্পন্ন করেন। ২০০৯ সালে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরে যুক্তরাষ্ট্রের কানসাস স্টেট ইউনিভার্সিটিতে ২০১৩–১৪ সালে মনিটরিং এন্ড ইভালুয়েশন বিষয়ে পোস্ট-ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন।
ড. ছালাম ১৯৯৫ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। পরে ২০০৯ সালে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) যোগ দেন এবং পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগ, সাপোর্ট সার্ভিস ইউনিট ও শস্য বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০২২ সালের নভেম্বরে তিনি সদস্য পরিচালক (শস্য বিভাগ) হিসেবে পদোন্নতি পান।
তিনি কৃষি ও উদ্যানতত্ত্ববিষয়ক ৬৬টি পূর্ণাঙ্গ গবেষণাপত্র, ৩৮টি সারাংশ এবং ২০টি বই লেখা বা সম্পাদনা করেছেন। এখন পর্যন্ত তিনি ১১টি নতুন প্রযুক্তি উদ্ভাবন ও ৬টি কৃষকের কাছে হস্তান্তর করেছেন। তিনি ইউএসএইড–এর সহায়তায় পিএইচডি, এমএস এবং পোস্ট-ডক্টরাল স্কলারশিপ পেয়েছেন।
জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৭০টিরও বেশি প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেওয়া ড. ছালাম বর্তমানে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) জাতীয় ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
