ঢাকা, ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার

কর্ণফুলীতে কেচকি জালে ২৩ কেজি কাতল মাছ



মৎস্য

এগ্রিবার্তা ডেস্ক

(৫ দিন আগে) ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার, ৮:২৫ অপরাহ্ন

agribarta

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীতে এক জেলের কেচকি জালে ধরা পড়েছে ২৩ কেজি ওজনের কাতল মাছ। কাতলটি বিক্রি হয়েছে ২৩ হাজার টাকায়।


স্থানীয় জেলে উজ্জ্বল মল্লিক সোমবার সন্ধ্যায় মাছটি ধরেন।

তিনি  গণমাধ্যমকে বলেন, 'কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের কয়লা ডিপো এলাকায় ছোট মাছ ধরার জন্য কেচকি জাল নিয়ে কর্ণফুলী নদীতে নামি। হঠাৎ জালে বড় একটা কাতল মাছ ধরা পড়ে।'

তীরে এসে মেপে দেখেন মাছটির ওজন ২৩ কেজি। পরে প্রতি কেজি ১ হাজার টাকা দরে ২৩ হাজার টাকায় মাছটি বিক্রি করেন তিনি।

জেলে উজ্জ্বল মল্লিক আরও বলেন, 'এর আগেও আমার জালে ১২ আর ১৩ কেজি ওজনের মাছ ধরা পড়েছিল।'

মৎস্য থেকে আরও পড়ুন

সর্বশেষ