নাটোর জেলার সিংড়া উপজেলার দুই হাজার ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কৃষি অফিসের হল রুমে প্রণোদনার এসব কৃষিসামগ্রী হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রিফাত।
বাসসের খবরে বলা হয়, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি মন্ত্রণালয়ের কার্যকর পদক্ষেপের কারণে দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
এসব পদক্ষেপের মধ্যে কৃষক পর্যায়ে প্রণোদনা ও প্রশিক্ষণ প্রদান, যান্ত্রিকীকরণ, প্রযুক্তির প্রচলন, সারসহ সকল উপকরণের সহজলভ্যতার ব্যবস্থা অন্যতম। আগামীতে আমাদের কৃষি আরো সমৃদ্ধ হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান জানান, উপজেলার নির্বাচিত দুই হাজার ২০ জন কৃষকের মধ্যে এক হাজার ৭০০ জনকে তাদের এক বিঘা করে জমিতে আবাদের জন্য পাঁচ কেজি করে উচ্চ ফলনশীল জাতের বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়েছে। এছাড়া ৩২০ জন কৃষককে এক বিঘা করে জমিতে আবাদের জন্য দুই কেজি করে হাইব্রিড জাতের ধানের বীজ প্রদান করা হয়।
