গ্যাস সংকটে দীর্ঘ ২৩ মাস বন্ধ থাকার পর জামালপুরে যমুনা সার কারখানায় পুনরায় উৎপাদন শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টায় কারখানাটিতে সার উৎপাদন শুরু হয়।
জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (জেএফসিএল) ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে গ্যাস সংকটের কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘ ২৩ মাস ৯ দিন পর আবার ২৪ নভেম্বর তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কারখানায় পুনরায় গ্যাস সংযোগ চালু করে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্যাস সংযোগ দেওয়ার পর উৎপাদন কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেয় কারখানা কর্তৃপক্ষ। কিন্তু দীর্ঘদিন কারখানা বন্ধ থাকায় কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এসব ত্রুটি মেরামত করে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল সোয়া ৪টায় কারখানায় সার উৎপাদন শুরু হয়। সার উৎপাদন কার্যক্রম শুরু হওয়ায় শ্রমিক-কর্মচারীদের মাঝে প্রাণচাঞ্চল্য ফিরে আসে এবং স্থানীয়দের মাঝে আনন্দের সুবাতাস বইতে শুরু করে।
