ঢাকা, ১১ জানুয়ারি ২০২৬, রবিবার

ওয়াইবিসি-এর দুই বছর পূর্তি উপলক্ষে জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড সেলিব্রেশন



ক্যারিয়ার

এগ্রিবার্তা ডেস্ক

(২ সপ্তাহ আগে) ২৬ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ৭:৪৩ অপরাহ্ন

agribarta

ইয়ুথ বিল্ডআপ কমিউনিটি (ওয়াইবিসি)-এর দুই বছর পূর্তি উপলক্ষে বগুড়ায় জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) শহরের একটি রেস্টুরেন্টে সংগঠনটির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তরুণদের দক্ষতা, নেতৃত্ব ও সচেতনতা গড়ে তুলতে কাজ করা এই যুবভিত্তিক সংগঠনটি স্বল্প সময়ের মধ্যেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে। ওয়াইবিসি তরুণদের বাস্তবভিত্তিক দক্ষতা অর্জন, তা বাস্তবে প্রয়োগের সুযোগ সৃষ্টি এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করে আসছে। গত দুই বছরে সংগঠনটি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পাঁচ হাজারেরও বেশি তরুণের সঙ্গে সম্পৃক্ত হয়েছে এবং ৪০টির বেশি ইভেন্টের আয়োজন করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কুদরত-ই-জাহান। বিশেষ অতিথি ছিলেন কন্টেন্ট ক্রিয়েটর আসাদুজ্জামান জয়, ডিভাইন কনসাল্টেন্সির প্রতিষ্ঠাতা জাহিদ হাসান মিলু, কানেক্ট স্টুডিওর প্রতিষ্ঠাতা মো. নাসিম উদ্দিন, আকবরিয়ার সিইও সিদ্দিকুর রহমান, সুখের খামারের প্রতিষ্ঠাতা জোবাইয়ের ইসলাম, জেসিআই বগুড়ার প্রেসিডেন্ট সাদমান বিন সামাদ,স্বপ্নপূরণ স্কুলের প্রতিষ্ঠাতা সমাজসেবাকর্মী মিজানুর রহমান,ভিটিউটরের প্রতিষ্ঠাতা মুত্তাকী ফারুক ও শিক্ষক আমিনুল ইসলাম মানিকসহ অন্যান্য বিশিষ্টজন।