সম্প্রতি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় আবেদিন এগ্রোভেট লিমিটেড ও ক্যাটালিস্ট লাইফ সায়েন্স লিমিটেড যৌথ উদ্যোগে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের ডেইরি খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি প্রবর্তন এবং খামারিদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি করা।
সেমিনারের প্রধান প্রতিপাদ্য ছিল: “Cattle malnutrition: Impacts on reproduction, Milk quality and farm productivity” ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবেদিন এগ্রোভেট-এর জেনারেল ম্যানেজার জনাব আফজালুল হক চৌধুরী। তিনি বলেন,
“খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ও গুণগতমানসম্পন্ন প্রোডাক্টের ব্যবহার শুধুমাত্র খামারিদের লাভ নিশ্চিত করে না, বরং প্রাণিস্বাস্থ্য ও মানবস্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ।”
বিশেষ অতিথি শ্রীনগর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সৈকত বলেন,
“গাভীর সুস্বাস্থ্য ও সুষম পুষ্টি নিশ্চিত করা প্রতিটি খামারের জন্য অপরিহার্য। আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং উন্নতমানের খাদ্য ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি সম্ভব।”
ভেটেরিনারী সার্জন ডাঃ আরিফুর রহমান এবং প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ অপু রায়হান বলেন,
“প্রযুক্তিনির্ভর ও পরিবেশবান্ধব খামার পরিচালনা করতে হবে, যাতে লাভজনক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়।”
ক্যাটালিস্ট লাইফ সায়েন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মিঃ পুনেট টাপলু বলেন,
“আমরা বাংলাদেশের ডেইরি খামারদের জন্য আধুনিক ও কার্যকর সমাধান নিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। জ্ঞানভিত্তিক এ ধরনের উদ্যোগ খামারিদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।”
সেমিনারে আবেদিন এগ্রোভেটের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার ডা. কাজী মো. সাইফ খামারিদের সঙ্গে শেয়ার করেন যে, কিভাবে ক্যাটালিস্ট লাইফ সায়েন্স থেকে আনা নিরাপদ ও আধুনিক প্রোডাক্ট ব্যবহার করে গাভীর স্বাস্থ্য রক্ষা এবং উৎপাদন বাড়ানো সম্ভব।
সেমিনারে অংশগ্রহণকারী খামারিরা তাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে খামার ব্যবস্থাপনা, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধের বিষয়ে পরামর্শ গ্রহণ করেন। সমাপনীতে অংশগ্রহণকারীরা আবেদিন এগ্রোভেটের উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আবেদিন এগ্রোভেট লিমিটেড দেশের এগ্রোভেট খাতের টেকসই উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানভিত্তিক কার্যক্রম দেশব্যাপী চালিয়ে যাবে।
