কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষিবিদ মো. আব্দুর রহিম। কৃষি মন্ত্রণালয় বুধবার (৭ জানুয়ারি) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে রুটিন দায়িত্বে মহাপরিচালক পদে নিয়োগ দেয়। এর আগে তিনি অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
কৃষি ক্যাডারের গ্রেডেশন তালিকার শীর্ষে থাকা এই কর্মকর্তা রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি কৃষি সম্প্রসারণ ও উদ্ভিদ সংগনিরোধ কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
